শিবগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শ্যামপুর যুব সংঘ আয়োজিত ফাইনাল খেলায় চাতরা ফুটবল দল ও শ্যামপুর যুব সংঘফুটবল দল অংশ নেয়।
শ্যামপুর যুব সংঘের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সমাজসেবক আনোয়ার হোসেন আনু মিঞাসহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে ট্রাইবেকারে ৪-৬ গোলে শ্যামপুর যুব সংঘ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাতরা ফুটবল দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্যামপুর যুব সংঘের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন সংঘের সভাপতি। এরপর চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে প্রাইজমানিসহট্রফি তুলে দেন প্রধান অতিথি।