চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা পাড়া নৌকা বাঁইচ দলের খেলোয়ারের মাঝে “সাগরিকার” জার্সি বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউপির চৌডালা মাদ্রাসা পাড়া নৌকা বাঁইচ দলের খেলোয়ারের মাঝে ১২ সেট জার্সি প্রদান করা হয়।
জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরিকা ময়নামতি প্রাঃ লিমিটেডের নির্বাহী পরিচালক (এম.ডি) ও বিজয় নিউজ বিডি ‘র সম্পাদক এম. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ছাত্রনেতা এইচ. এম. সারওয়ার রফিক সোহেল, কোম্পানির চৌডালা ব্রাঞ্চ অফিসের কর্মকর্তা কর্মচারী, নৌকা বাঁইচ খেলোয়ার টিমের সকল সদস্যসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।