চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ থানার পুলিশকে ক্ষতিকর এলইডি লাইট ও হাইড্রোলিক হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে পুলিশ সুপার কার্যালয়। ২ নভেম্বর শনিবার এ নির্দেশনা দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ক্ষতিকর অটোরিক্সার এলইডি লাইটসহ মাত্রাতিরিক্ত হাউড্রোলিক হর্ন অপসারণ শুরু করা হয়েছে। জেলার সকল রাস্তায় ক্ষতিকর এলইডি লাইট ও হর্ন অপসারণের জন্য মালিক ও চালকদের প্রতিও অনুরোধ জানান তিনি।
শনিবার শহরের বিশ্বরোড, শান্তিমোড়, অক্ট্রয় মোড় এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতিতে অটোরিক্সা থেকে এলইডি লাইট ও যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণ করতে দেখা গেছে। ক্ষতিকর এসব লাইট ও হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশনাও দেয়া আছে। পুলিশের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল।