Menu

২২ দিনে ৪৩৩ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

২২ দিনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ১৪ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৫৮০ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে নৌপুলিশ। এর মূল্য ৪৩৩ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৬৯০ টাকা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নৌপুলিশের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। এ সময়কালে মা ইলিশ রক্ষায় নৌপুলিশের ৮টি অঞ্চলের ১১৬টি থানা-ফাঁড়ি নিয়মিত ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন নৌপুলিশের ডিআইজি অতিকুল ইসলাম।

নৌপুলিশ জানায়, এবার মুন্সীগঞ্জের বিসিক এলাকায় কারেন্ট জাল তৈরির কারখানায় অতর্কিত অভিযান চালিয়ে প্রচুর অবৈধ জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

Flag Counter

February 2021
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728