জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শোভযাত্রা ও আলোচনা সভা কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে এ উপলক্ষে পৌর ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পৌর ভবনে গিয়ে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মেয়র নজরুল ইসলাম,পৌর নারী ও শিশু বিষয়ক কমিটি প্রধান কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মুনিরা,কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, সচিব মামুনুর রশিদ,পৌর চিবিৎসক ওলিউল ইসলাম খান,প্রধান সহকারী ইব্রাহীম খলিল বাবু প্রমুখ।
বক্তরা বলেন, উন্নত জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় উন্নত স্যানিটেশনের বিকল্প নেই। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। এ প্রসঙ্গে তারা বলেন, সম্প্রতি পৌরসভার কিছু এলাকায় সুয়ারেজ (স্যানিটেশন) লাইন লিক করে পৌরসভা সরবরাহকৃত পানির সাথে মিশে ডায়ারিয়া পরিস্থিতির সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে যা অনাকাঙ্খিত। সকলকে মনে রাখতে হবে যে, পৌরসভা সরবরাহকৃত পানি সাধারণ ব্যবহারের জন্য। এই পানি পান করতে হলে অবশ্যই ফুটিয়ে পান করতে হবে। বক্তারা এধরনের পরিস্থিতি এড়ানোর জন্য উন্নত স্যানিটেশনের উপর জোর দেন।
পৌরসভায় চলমান ইউজিপ-৩ প্রকল্প, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহযোগিতায় কর্মসূচীতে পৌর প্যানেল মেয়রগণ,কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।