মো. আ. জব্বার, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : “আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইদুঁর নিধন করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইদুঁর নিধন অভিযান এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক সরকার। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুর রহমান এবং পরিচালনায় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন। এরপর প্রধান অতিথি ইদুঁর নিধনের জন্য কৃষকদের মাঝে ফান বিতরণ করেন।