র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. আশিক (২৫)।
বৃহষ্পতিবার গভীর রাতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাবেক লাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিল, নগদ- ৫’শ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।