আজ শুক্রবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ৫ টার দিকে শান্তিবাগ নিবাসী চাঁপাইনবাবগঞ্জের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক (ফিটু) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে সদর হাসপাতাল নিয়ে যাবার পথেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় মৃধাপাড়া গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন করা হবে।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. এনামুল হক (ফিটু) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সহযোদ্ধা ছিলেন। এ ছাড়াও তিনি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করেন।
তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি আব্দুল ওদুদসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।