চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে ১০০টি কলেরা স্যালাইন প্রদান করেছেন সদ্য নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বৃহস্পতিবার দুপুরে তিনি আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শনে গিয়ে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। সদর হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখে তিনি ব্যক্তিগতভাবে বাজার থেকে ৭৫ টি কলেরা স্যালাইন কিনে ডায়রিয়া বিভাগের সিনিয়র স্টাফ নার্র্স আঞ্জুমান আরার কাছে হস্তান্তর করেন। বাজারে স্যালাইন সংকট থাকায় পরে ক্রয় করে ২৫টি স্যালাইন দেয়া হবে বলে জানান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।