এ অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মংচিংনু মারমা জানান- সোমবার বিশ্বরোড মোড়ে বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কয়েকটি দোকানে কৃষি বিপণন আইন অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কয়েকটিতে প্রদর্শন করা হলেও তা হালনাগাদ না হওয়ায় ৫টি দোকানকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলবে।