২০২০ সালের হজ্ব যাত্রীদের নিয়ে আলোচনা ও প্রয়াত হাজ্বিদের জন্য দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হাজ্বি সম্মেলনে সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
হুদাইবিয়া ট্র্যাভেল্স হজ্ব এজেন্সীর আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, চাঁপাইনবাবগঞ্জ হেফজুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক রহমানি, তহখানা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ। সম্মেলনের সার্বিক তত্বাবধানে ছিলেন, হুদাইবিয়া ট্র্যাভেল্স হজ্ব এজেন্সীর চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কাশেম। শেষে দেশ ও জাতির মঙ্গল এবং প্রয়াত হাজ্বিদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।