চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলেও জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।
এখন শুধু ফলাফলের অপেক্ষা। কে জয়ের মালা পরবে দেখার জন্য অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত।
অভিযোগ উঠেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজাইপুর আরামবাগ দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ছাত্রলীগ কর্মীরা নৌকার পক্ষে ২৯ টি জাল ভোট প্রদান করেছে।
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯’শ ১৪। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৬’শ ৯৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২’শ ২১ জন। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে গঠিত সদর উপজেলা নির্বাচনে ১’শ ৫৭টি ভোটকেন্দ্রের ৯’শ ৯৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসারের অধিনে ৩জন পুলিশ ও ১২জন আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করছেন র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।