চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৫টি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের ১২ কোটি ৪ লাখ ২৬ হাজার ৯শ’ ১৫ টাকা ব্যয় হবে। রবিবার উপজেলার, দাইপুখুরিয়া, মোবারকপুর ও বিনোদপুরের ৫টি নতুন ব্রিজ-কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে এসব কাজ বাস্তবায়ন করছে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রোববার সকালে দূর্লভপুর ও মনাকষা ইউয়িনের পানিবন্দী কয়েকশ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।