নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসুন্দরপুর ইউনিয়নে সি-ন্যাট কমিউনিকেশনস (সিএনসি) ট্রাভেলসের আয়োজনে সদ্য আগত হাজ্বীদের অভ্যার্থনা ও ২০২০ সালে হজ্বে গমনেচ্ছু হজ্ব যাত্রীদের নিয়ে হজ্বের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং সকল মৃত হাজ্বীগণের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার বিকেলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মনিরুল ইসলাম (বাদল মাস্টার), আলহাজ্ব মো. আলী আশরাফ মুফতী, আলহাজ্ব মো. সামিউল হক, অধ্যাপক গোলাম কবির, আল মামুন খাঁনসহ অন্যরা।