চাঁপাইনবাবগঞ্জে র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদস্য উপজেলার বাররশিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাররশিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. মাহবুব আলম (৪৩)।
সোমবার রাতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এর নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাররশিয়া গ্রামের মোঃ মাহবুব আলম এর বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫৫ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহাবুব আলম কে হাতেনাতে আকট করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে্ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।