Menu

মুক্তা মিয়া নির্বাচিত হলেন দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচকে শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ইং বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

উক্ত নির্বাচনে তোফিকুল ইসলাম (গাজল), ১৮৮ ভোট, আরিফুল ইসলাম- ১৬৮ ভোট, শহিদুল ইসলাম- ১৬৩ ভোট, মফিজ উদ্দিন- ১৬০ ভোট পেয়ে ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং নাজিরা বেগম- ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

তারপর আজ সোমবার সকাল দশটায় বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনার মাধ্যমে নির্বাচিত সকল সদস্য ও শিক্ষক প্রধিনিধিদের সম্মতিক্রমে সভাপতির একক প্রার্থী দুর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তা মিয়াকে আগামী দুই বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেন।

Flag Counter

February 2021
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728