গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইননবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপন করেছে উপজেলা ও পৌর আওয়ামীলী এবং নৌকা সমর্থক গোষ্ঠী। এই উপলক্ষে শনিবার সন্ধ্যায় রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয় ও বেগম কাচারীতে পৃথক দুটি স্থানে কেক কর্তন ও দোয়া খায়েরের আয়োজন করা হয়। কলোনী মোড়স্থ অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, সাবেক ছাত্রলীগ নেতা মনসুর আলী প্রমুখ। অন্যদিকে বেগম কাচারীতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিয়াউর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা, নৌকা সমর্থক গোষ্ঠীর আহবায়ক ডাঃ আশরাফুল ইসলাম,আফতাবউদ্দিন লালান,উপজেলা কৃষকলীগের সভাপতি শফি আনসারী প্রমূখ।