চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের বিলের ধারে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত লাশটি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম (১৬)।
স্থানীয়রা জানান, গত সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি রেজাউল। অনেক খোঁজাখুঁজির করার পর শনিবার পিঠালিতলা গ্রামবাসির কাছ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে বলে জানতে পারে নিহতের পরিবারের সদস্যরা। পরে মৃত ব্যক্তির বাবা লাশের পরনের কাপড় দেখে সনাক্ত করেন।
এদিকে রেজাউলের পিতা মুজিবুর রহমান জানান, তার ছেলের মাথার সমস্যা ছিল, সে একজন রিক্সাচালক। এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭.৩0) এঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।