শিবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের আশে পাশের নদীগুলোতে অসময়ে হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার প্রভাবে শিবগঞ্জের বিভিন্ন হাট বাজারে দ্রুত গতিতে বেড়েছে কাঁচা সবজির দাম।
হঠাৎ করে এমন দাম বেড়ে যাওয়ায় যেমন বিপাকে পড়েছে পাইকারি ক্রেতা ও বিক্রেতারা, তেমনি হিমশিম খাচ্ছে খুচরা ক্রেতারাও।
বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে এভাবে সবজির দাম বৃদ্ধির কারন জানতে চাইলে কয়েকজন বিক্রেতা জানান, উপজেলার পদ্মা ও পাগলা নদীর আশে পাশে যেসব এলাকায় সবজি চাষ হয় সেগুলো বর্তমানে পানির নীচে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে অনেক কাঁচা সবজি। চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে শিবগঞ্জ বাজারের সবজি বাজার ঘুরে দেখা যায়, পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা, জিঙ্গা ৪০ টাকা, কচু ৬০ টাকা এবং বেগুন ৪০ টাকা কেজি দরে যা গত কয়েকদিন আগে ছিল ৩০ টাকা ।