Menu

সোনামসজিদ স্থলবন্দরে এলো পেঁয়াজ ভর্তি ৫৫ ট্রাক : অপেক্ষমান ১৪৫ ট্রাক

রপ্তানি বন্ধের ঘোষণার পর ভারতের মোহদিপুর স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দও দিয়ে আসতে শুরু করেছে। ভারতের মোহদিপুরে দূর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ। শুক্রবার বেলা ১২ টার পর থেকে ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক আসা শুরুহয়। বেলা ৩ টা পর্যন্ত ভারতীয় ৫৫ টি ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে সোনামসজিদ স্থলবন্দরে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, আজ সারাদিনে ২০০ পেঁয়াজের ট্রাক পাঠাবে বলে ভারতীয় সিঅ্যান্ডএফএজেন্টর জানিয়েছেন।

তিনি আরও জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পরপরই বন্ধ হয়েযায় পেঁয়াজ আসা। এতে করে ভারতের মোহদিপুর স্থলবন্দরে কয়েকশ’ পেঁয়াজ ভর্তি ট্রাক আটকা পরে। কয়েকদিন অপেক্ষমান থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার থেকে সে সব পেঁয়াজ আসা শুরু হয়েছে।

Flag Counter

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031