Menu

শিবগঞ্জে ৯৯৯ নম্বরে কল করে মুক্তিপণের সময় ৪ অপহরণকারী আটক ও অপহৃত ব্যক্তি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনাকষায় মুক্তিপণের সময় ৯৯৯ নম্বরে কল করে ৪ জন অপহরণকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে  শিবগঞ্জ থানা পুলিশ বলে জানা গেছে। এবং ঐ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার এস আই রিপন ও রেজাউল হক জানান, উপজেলার বিনোদপুর ইউপির সাধারীটোলা এলাকার রেজাউল হকের ছেলে মোহাঃ রিদয় আলী(১৬) কে একই উপজেলার মনাকষা এলাকার বেশ কয়েকজন অপহরণকারী মুক্তিপণের জন্য অপহরণ করে তার পিতা রেজাউলকে আধা ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একাই আলহাজ্ব শরীফ আহমদ কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আসতে বললে সে তাৎক্ষনিক ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জরুরী ভাবে জানায়। সাথে সাথে শিবগঞ্জ থানার পুলিশ তার সাথে যোগাযোগ করে এবং সাদা পোশাকে মুক্তিপণের টাকা নিয়ে যথা স্থানে হাজির হলে অপহরণকারীরা আলহাজ্ব শরীফ আহমদ কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজের পিছনের আম বাগানে নিয়ে যেতে থাকলে পুলিশ ও তাদেরকে লক্ষ্য করে এগুতে থাকে।

এইভাবে রাত প্রায় সাড়ে ১১ টার সময় অপহৃত ব্যক্তির নিকট পৌঁছা মাত্রই পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং দেশীয় অস্ত্রসহ ৪ জন অপহরণকারীকে আটক করে ও অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঐ সময় আরো বেশ কয়েকজন অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃত অপহরণকারীরা হলো, টোকনা গ্রামের আলমের ছেলে ভদু ইসলাম(১৮), চৌকা মনাকষা গ্রামের হাসানের ছেলে হেলাল(২২), বনকুল গ্রামের উনসাদ আলী গুধার ছেলে এম আলী (১৮) ও বনকুল গ্রামের মৃত মুকুলের ছেলে মোহাঃ মিঠু(২৩)।
এই রিপোর্ট লিখার সময় রাত একটা পর্যন্ত সকলেই থানায় অবস্থান করছিল। বিস্তারিত আসছে…..

Flag Counter

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031