শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে রোববার সকাল ৯টায় একটি র্যালী বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিসের সামন থেকে শুরু হয়ে বিনোদপুর খাসের হাট বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও মাহিদুর রহমানের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাহিত্য,সাংস্কৃতিকও প্রচার কমান্ডার মশিউর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বিনোদপুর কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মহসিন আলি, মুক্তিযোদ্ধা আহসান হাবিব,শহীদ পরিবারের সন্তান প্রদর্শক সফিকুল ইসলাম,বিনোদপুর আওয়ামীলীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ। র্যালী ও পথসভায় শহীদ পরিবারের সন্তান, এলাকার শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করে। উল্লেখ্য যে ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিনোদপুর ইউনিয়নের স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকবাহিনী বিনোদপুর ইউনিয়নের আরিফুল ইসলাম, এত্তাজ আলি,তসলিম উদ্দিন, জালাল উদ্দিন, আজাহার আলি ও সেলিম সহ ২৭জনকে বিনোদপুর উচ্চবিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। তাছাড়াও একই দিনে বিনোদপুরের আরো ১২জনকে বিভিন্ন স্থানে একইভাবে গুলি করে হত্যা করে।আরো উল্লেখ্য যে যারা প্রতিবছরই এদিবসটি পালন করে তাদের উদ্যোগেই বিনোদপুরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে হত্যাকান্ডের মূল হোতা আফসার হোসেন চুটু ও মাহিদুর রহমানের আমৃত্য কারাদন্ড হয়।