Menu

রাবি লোক প্রসাশন বিভাগের রজত জয়ন্তী শনিবার

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লোক প্রশাসন বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘রজত জয়ন্তী উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বৃহস্পতিবার দুপুরে বিভগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে ২৫ বছর পূর্তি উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে বিভাগের প্রায় ৭০০জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেবেন। এ দিন বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক ড. পারভেজ আজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, চৌধুরী মো জাকারিয়া। সম্মানিত অতিথি থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা ড. মো. ফখরুল ইসলাম।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির জনসংযোগ আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার, অধ্যাপক ড. মো. আওয়াল হোসেন মোল্যা, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, মো. মোস্তাফিজুর রহমান খান, মো. নূরুল মোমেন, ড. মোছা. শুভ্রা চৌধুরী, ড. মোসা. মর্জিনা বেগম, ড. সাজেদা আক্তার ও সহকারী অধ্যাপক ড. শারমিন সুলতানা প্রমুখ।

Flag Counter

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031