Menu

রম্য: বিএনপি ও ঈদের পর আন্দোলন

হ্যালির ধূমকেতু পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়৭৫-৭৬ বছর পরপর। আমার শৈশবের একটিবড় আক্ষেপ ছিল আমার জন্মদশায় ধূমকেতুদেখার সম্ভাবনা নেই। শৈশবের আক্ষেপ নিয়েবড় হয়ে আমি চিনলাম বিএনপিকে, আরতারপর আমার অন্তকৌতূহলের একটা বড়অংশ দখল করলো “বিএনপি ও তাদের ঈদেরপর আন্দোলন!”

আমার ব্যক্তিগতভাবে মনে হয়, বিএনপির’ঈদের পর আন্দোলন’ কথাটি একটি জাতীয়সমস্যায় পরিণত হয়েছে। এই চমকপ্রদআন্দোলনটি কোন ঈদের পর হবে তা নিয়েজনমনে বিভ্রান্তি চলে আসছে দীর্ঘদিন ধরে।কেউ কেউ মনে করেন এটি হবে শেষ যমানায়।আবার কারো কারো মতে মহামতিঅ্যালেকজান্ডার কর্তৃক আটককৃত দুই হিংস্রজাতি ইয়াজুদ-মাজুজ যেদিন আবার মুক্ত হয়েপৃথিবীতে তান্ডব চালাবে একই দিনে বিএনপিনামবে তাদের স্মরণকালের সবচেয়ে চোখধাধানো আন্দোলন নিয়ে।

কিন্তু ঈদের পর ঈদ চলে যায়, আন্দোলনের পরআন্দোলন চলে যায়; এর মাঝে পদ্মাসেতুরকাজ শেষের দিকে, মহাকাশে চলেগেলোবঙ্গবন্ধু স্যাটেলাইট- কিন্তু বিএনপির কথিতআন্দোলনের দেখা মেলে না। দেশের ষোলোসতের কোটি মানুষের অপেক্ষার যেন শেষ নেই।এভাবে চলতে পারে না। বিএনপির উচিতদেশের কথা ভেবে, জনগণের কথা ভেবে তাদেরসংলাপে পরিবর্তন আনা। আন্দোলন হবে না,সেটা আমরা জানি। কিন্তু বিএনপি নেতারা যেনআর ‘ঈদের পর’ শব্দ দু’টি উচ্চারণ না করেনঅন্তত!

সম্প্রতি আবারো বিএনপি জানিয়েছে,কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেলাগাতার কর্মসূচি পালনের চিন্তা করছেবিএনপি। বুদ্ধিমান পাঠক নিশ্চই অনুমানকরতে পারছেন এই কর্মসূচির জন্যে বিএনপিকোন সময়টাকে বেছে নিয়েছে?! হ্যা আপনিসঠিক, আসছে রোজার ঈদের পর আবারোকঠোর আন্দোলনের পরিকল্পনা করছেবিএনপি! এর পেছনে অবশ্য তাদের যুক্তিওআছে, এপ্রিলে এইচএসসি পরীক্ষা ও মে মাসেরমজান থাকায় মূলত ঈদের পরের সময়টাইবিএনপি পছন্দ করেছে!

আশা মানুষকে বাঁচিয়ে রাখে। কবি জীবননান্দদাশের কাছে কেউ কথা না রাখলেও আমরাআশা করি বিএনপি অন্তত কথা রাখবে, কবেকত বছর পর- তা বলা মুশকিল!

Flag Counter

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031