Menu

বন্ধুদের মিলন মেলায় চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা-পট গান ও সঙ্গীতে মুখরিত রাত

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জঃ

বন্ধু হলো স্থান, কাল, পাত্র, জাতী, ধর্ম, বর্ণ, বয়স, গোত্র ভেদে সর্বত্র ছাড়িয়ে এমন একটা সম্পর্ক যা একজন মানুষের জীবনের অনেক বড় অর্জন। যে সুখে-দুঃখে, ভাল-মন্দে সর্বদা সহযাত্রী হয়ে থাকে, সুখে সর্বদা পাশে রয়, কষ্টে কখনো ছেড়ে চলে যায় না, সেই প্রকৃত বন্ধু। বন্ধু মানে সুখে-দুঃখে, বিপদে-আপদে, জীবনে-মরণে, জয়ে আর পরাজয়ে এক হয়ে বেঁচে থাকা। বন্ধু মানে বাঁধ ভাঙার গান, বন্ধু মানে দুই দেহে এক প্রাণ।
বন্ধু মানে অহর্নিশ হাসাহাসি, বন্ধু মানে তুমি আছো, আমি আছি। বন্ধু মানে আদি অন্ত ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। আর সে বন্ধুদ্ধের একত্রিত করে ‘নেভার লেট ইউরস ফ্রেন্ড ফিল লনলি, ডিস্টার্ব দেম এট ওল টাইম’ কিছুটা সময় ঘরোয়া পরিবেশে মিলনের বন্ধনে আবদ্ধ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম।
কর্মব্যস্ততার জন্য নিজ নিজ কর্মে ব্যস্ত সবাই। শুক্রবার ছুটির দিন পুলিশ সুপারের বাস ভবনের আ¤্র কাননে ঘেরা পরিবেশে তাই সকলে একত্রিত হয়ে জেলার সংস্কৃতি গম্ভীরা, পট গান, নৃত্য ও সংঙ্গীত বিভিন্ন শিল্পি ও গোষ্ঠীর পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে রাতে সবাই একত্রে বনভোজনের খাবার খান। বন্ধুদের মিলন মেলায় পুলিশ অফিসারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ রাত স্মরণ রাখতে সকলে কেক কেটে মুখ মিষ্টিও করেন।
সন্ধ্যার পরের আয়োজনে গম্ভীরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাই গম্ভীরা দলের নানা মাহবুবুল আলম ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট দলের নাতি আব্দুল আজিম। উপস্থিত সকলে মুগ্ধ হয়ে গম্ভীরা উপভোগ করেন। পরে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পীরা পট গান পরিবেশন করেন। পট গানে নের্তৃত্ব দেন সিনিয়র পারফর্মার রিতা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদীয়মান শিল্পী মেফতাহুর জান্নাত লরা ও লুবনা। রাজশাহীর শিল্পীরাও অনুষ্ঠানে গান পরিবেশন করেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের নের্তৃত্বে প্রয়াস ফোক থিয়েটার সদস্যদের পটগান, নাচ কোরিওগ্রাফির মনোমুগ্ধকর পারফর্মে উপস্থিত সকলে করতালি দিয়ে কৃতজ্ঞতা জানান।
বন্ধুদের বনভোজনের অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, কনিষ্ঠ পরিচালক মু. তাকিউর রহমান, এসআই জাহিদ পিপিএমসহ তাঁদের পরিবার ও বন্ধু মহল উপস্থিত ছিলেন।

Flag Counter

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031