নিজস্ব প্রতিবেদকঃ
গুলশান-১ এর ডিএনসিস (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আড়াইশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার ভোর ৬টা নাগাদ মার্কেটের কাঁচা বাজার অংশে আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে। খুব দ্রুত এই আগুন সুপার মার্কেট অংশেও ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের শুরুতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ধাপে ধাপে মোট ২০টি ইউনিট এই কাজে যোগ দেয়। সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিচ্ছে। আর পানি সরবরাহের কাজ করছে ওয়াসা। অগিকাণ্ডের কারণে গুলশান-১ এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।