নিউজ ডেস্কঃ
কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণোত্তর সেলাই মেশিন ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে কুমিল্লার ৫০ জন হিজরাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য পাপড়ী বসু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান খান