Menu

শিবগঞ্জের দাইপুকুরিয়ায় ধান বোঝাই অটোভ্যান উল্টে বাবা, ছেলে, চালকসহ ১০ জন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভ্যান উল্টে ১০ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক।

জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে।

নিহতরা হচ্ছে, বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬) মিঠুন (২২), তাজামুল (৪৮) আমানুর ছেলে মিলু(২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২),
কাবিলের ছেলে কারিম(২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। আহত ১ জন রবুলের ছেলে হামদুল (৩০)। বাকিদের পরিচয় জানা যায় নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিরাজউদ্দীন সকাল সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Flag Counter

February 2021
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728