চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ধুপপুকুর এলাকা থেকে ৩টি পিস্তলসহ পলাশ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর এসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধুপপুকুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ৩টি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পলাশকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।