শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ও সরকার দলীয় কোন্দলের কারনে শিবগঞ্জ উপজেলাযুবলীগ সভাপতি প্রভাষক রফিকুল ইসলামকে পিটিয়ে জথম করেছে দূবৃত্তরা।আহত অবস্থায় তিনি এখন শিবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে মনাকষা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে দূর্লভপুর উ্চ্চবিদ্যালয় ও রফিক মাস্টারের বাড়ির সামনে একদল দূবৃত্তর তার পথ রোধ করে উপর্যপরি মারপিট করে।এসময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত যুবলীগ সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম জানান,পূর্ব শত্রুতার জের ও রাজনৈতিক কোন্দলের কারনে
আগে ডাকাতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া নিজ দলের প্রতিপক্ষের ভাড়াটিয়া বাহিনী দূর্লভপুর গ্রামের রোজবুল হকের ছেলে রায়হান আলি,আলমের ছেলে মিলন,মোস্তফার ছেলে রুবেল ও বাতুর ছেলে নবী সহ আরো কয়েকজন আমার পথ রোধ করে মারপিট করে এবং আমার মোবাইল সেট ও ৩৫ হাজার টাকা সহ ম্যানিব্যাগ ছিনিয়ে নেয় । তিনি আরো বলেন মামলার প্রস্তুতি চলছে। মামলার কাজ শেষ হলেই আমি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি হবো।তিনি আরো বলেন থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ও তদন্ত ওসি আতিকুল ইসলাম আমার সাথে সাক্ষাত করেছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। তবে কেউ এখনো আটক হয়নি। দূবৃত্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে জেনেছি। আজ সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মারুফ আহমেদ সাউন, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি জিয়াউল হক জিয়া ওঅন্যান্য নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাত করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। এব্যাপারে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু কোন মন্তব্য করতে রাজী হননি।থানা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন, একজন যুবলীগ সভাপতিকে দূবৃত্তরা অন্যায়ভাবে পিটিয়েছে।আইন অনুযায়ী বিচার চাই । স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, সরকার দলীয় যুবলীগ নেতাকে দূবৃত্তরা রাতের আঁধারে পিটিয়েছে। অবশ্যই এর বিচার হতে হবে।আমি আইন অনুযায়ী বিচার চাই এবং দ্রুত দূবৃত্তদের আটক করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।