Menu

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মধ্যপাড়া গ্রামের যোবায়ের ইসলামের ছেলে এমরান আলী(৮) এবং অপরজন জিয়াউর রহমানের মেয়ে জুঁই খাতুন।(১১)।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পাগলা নদীর তর্ত্তীপুর ঘাটে গোসল শেষে ওঠার সময় পা পিছলে পড়ে যায় জুই ও তার মা।এ সময় তাদের সাথে থাকা শিশু এমরানও পিছলে পড়ে যায়। জুঁই এর মা সাঁতরে উঠতে পারলেও শিশু ২টি ডুবে যায়। পরে স্থানীয়রা শিশু ২টি কে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যায়।
স্থানীয়রা জানায়, সম্প্রতি পাগলা নদীটি পুন:খননের কারনে গভীরতা বৃদ্ধি পাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোঃ রবিউল ইসলাম জানান, ডুবে যাওয়া শিশু ২টিকে হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে।

Flag Counter

November 2020
M T W T F S S
« Jul    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30