Menu

স্কুলভ্যানে আগুন, জীবন্ত পুড়ে ৪ শিশুর মৃত্যু

ছবি প্রতীকী

আন্তর্জাতিক ডেস্কঃ
হঠাৎ করে একটি স্কুলভ্যানে আগুন লেগে জীবন্ত অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে।

স্থানীয় সূত্রে খবর, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে ওই চার শিশুকে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানটিতে মোট ১২ জন শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে ফিরছিল।

এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তেরও নির্দেশও দিয়েছেন।

নিজের একাউন্টে টুইট করে অমরিন্দর সিং লিখেছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

Flag Counter

December 2020
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031