Menu

‘২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থান’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। আশা করি, ভবিষ্যতে আর কর্মসংস্থানের অভাব থাকবে না।

গতকাল সোমবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বসেরা। দেশের সার্বিক অগ্রগতির রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের প্রবৃদ্ধি অর্জনে সব পেশা ও শ্রেণির মানুষ অবদান রাখছেন।

তিনি বলেন, চলতি অর্থবছরেই আমরা ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশে এবং সেটা অব্যাহত থাকবে।

Flag Counter

December 2020
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031