চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলার কৃষকদের নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম।
শেষে ৩০ জন কৃষকের মাঝে ১৭শ৪০ টি লেবুর চারা এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।
অপর দিকে সকালে একই মিলনায়তনে “মাটি পরীক্ষা করে সার দিন,অধিক ফসল ঘরে নিন” এই প্রতিপাদ্যে কৃষক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচী তে আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আজাহার আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম আবু তাওয়াফ তরফদার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ নুরুল আলম, উপজেলা কৃষি অফিসার এস এম আমিনুজ্জামান সহ উপজেলার বিভিন্ন কৃষকগণ।