বিজয় নিউজ বিডি, ২৪ ডিসেম্বর, উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ ):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অত্র এলাকার মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকালে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক সারওয়ার জাহান জেম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নয়ালাভাঙ্গা ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউনুফ ভূইঞা, রাণীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, হরিনগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান খাইরুল আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪৪ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া পিএসসি ২০১৩ জেএসসি ২০১৩, এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম ২০১৪ পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ১শ’ ৭১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হরিনগর উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে স্বর্ণপদক দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণপদক প্রদান করেন।