বিজয় নিউজ বিডি, ২০ ডিসেম্বর, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গতকাল শনিবার সকাল থেকেই প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।
সকালে বিএনপি মনোনিত প্রার্থী অধ্যাপক আতাউর রহমান শহরের নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, বড়ইন্দারা এলাকায় গণ সংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দীন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, ছাত্রদল নেতা পলাশ। গণ সংযোগকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে হ্যান্ড বিল বিতরণ করা হয় এবং ধানের শিষের পক্ষে ভোট চান অধ্যাপক আতাউর রহমান।