Menu

যতবার বাতিল হবে ততবার পাস হবে ষোড়শ সংশোধনী: অর্থমন্ত্রী

muhit

নিজস্ব প্রতিবেদক :
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই নতুন করে এ সংশোধনী পাস হবে। এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বিচারপতিদের চাকরি সংসদই দেয়, সুতরাং তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই থাকা উচিত।

Flag Counter

January 2021
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031