বিজয় নিউজ বিডি, ১৭ ডিসেম্বর, উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ ) :
শিবগঞ্জ থানার এস,অাই মাহফুজ অালম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরস্কার পেলেন ডি,অাই,জির কাছ থেকে। অস্ত্র, মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলার অাসামী গ্রেফতারে অগ্রণী ভুমিকা রাখার অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয় এস,অাই,মাহফুজ কে। বৃহস্পতিবার সকালে রাজশাহী ডি,অাই,জি অফিস থেকে উক্ত পুরস্কার গ্রহন করেন এস,অাই,মাহফুজ অালম।