বিজয় নিউজ বিডি, ১৭ ডিসেম্বর, জেলা প্রতিনিধি,
মোঃ ফজলে আলম ভোলা ॥
ভোলা পৌরসভা নির্বাচনে মাঠে ব্যাপক প্রচার প্রচারনা আর গনসংযোগে সরব রয়েছেন আওয়ামীলীগে দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। বৃহস্পতিবার সকালে পৌরসভা ৩নং ওয়ার্ডে নৌকা প্রতীকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী যান তিনি।
এসময় তিনি ভোটারদের কাছে দলীয় প্রতিক নৌকা মার্কায় ভোট চান। এসময় ওই ওয়ার্ডে প্রচার প্রচারনা ও গনসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন। তিনি উট পাখি মার্কায় ভোট চান ভোটারদের কাছে।এছাড়া ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী জোসনা বেগম গ্যাসের চুলা মার্কায় ভোট চান।
এসময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, ভোলা পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিলে আগামীতে ভোলা পৌরসভা হবে পর্যটন নগরী। এসময় আওয়ামীগের শতাধীক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।