ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
সারা দেশের মত ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ শাখার আয়োজনে মঙ্গলবার গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার দিকে মেডিকেল মোড় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে মেডিকেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় চৌরাস্তা যাত্রী ছাওনীর পাশে উপজেলা আওয়ামীলীগ শাখার সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলি শাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু,সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ পিয়ারজাহান, আলীগ নেতা আফরাজুল হক বাবু, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বিম্বাস বাবলু, উপজেলা মহিলা আলীগ সাধারণ সম্পাদক হোসনে আরা পাখী, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি সুরাইয়া ডলি,
সাধারণ সম্পাদক শাহাজাদি বিশ্বাস, ভোলাহাট ইউপি আলীগ সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নিখিল, উপজেলা কৃষক লীগ যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলামসহ অন্যরা।