Menu

৬.৭ মাত্রায় কয়েক সেকেণ্ড ধরে কেঁপে উঠলো বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।bbbbbaaaann

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছেন বিজয় নিউজ বিডির জেলা, উপজেলার প্রতিনিধিরা ।
এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রাজধানীসহ সারা দেশে যেসব এলাকায় কম্পণ অনুভূত হয়েছে, সব জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে সড়কে বেরিয়ে এসেছেন।

Flag Counter

April 2021
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930