মোহাঃ হেলাল উদ্দীন
শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদ পুর ইউপির কালীগঞ্জ এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ২টি বিদেশী পিস্তল,৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলি সহ শাহীন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৫ এর সদস্যরা।
র্যাব সুত্র বিজয় নিউজ বিডি কে
জানায়, র্যাব-৫ রাজশাহী রেলওয়ে ক্যাম্প কলোনীর কমান্ডার স্কোয়াড্রন লীডার মোবাশ্বের রহিমের নেতৃত্বে একটি অপারেশন দল অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলারই জমিনপুর সীমান্ত এলাকার ইসরাইলের ছেলে শাহীনকে(৩৫) ২টি বিদেশী পিস্তল,৪টি ম্যাগজিন ও ১১ রাউন্ড পিস্তলের গুলি সহ হাতে নাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লীডার মোবাশ্বের রহিম।