গোমস্তাপুর ,(চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মরিচাডাঙ্গা থেকে জাহিদনগর পর্যন্ত দেড় কিলোমিটার পাকা রাস্তা শুভ উদ্ধোধন করেন মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস এমপি,৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ উদ্বোধন শেষে দোয়া করে মাটিতে কোদালের কোপ দেয়। তারপর সক্ষিপ্ত আলোচনা করেন আলোচনা উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ থানা আওয়ামী লীগ সম্মানিত সভাপতি মোঃ সাজাহান আনসারী ১নং ইউনিয়ানের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রাসিদুল ইসলাস ৩নং ওয়ার্ড সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী, আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, কন্ট্রক্টার মোঃ শুভ সহ স্থানীয় এলাকাবাসী। বক্তব্য রাখেন ঃ- ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রাসিদুল ইসলাস, ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, মোঃ সাজাহান আনসারী, মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, সবাই কে সহযোগীতা সাথে কাজ করার জন্য বলেন এবং জনগণকে সহযোগীতা করার আহবান জানান।