Menu

সোনামসজিদে “বিলুপ্ত” কমিটির ব্যানারে মিছিল করে ফায়দা হাসিলের চেষ্টা


দেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর। আর এই স্থলবন্দরকে নিয়ে চলছে স্থানীয় রাজনৈতিক নেতাদের লবিং গ্রুপিং করে একে অপরকে ঘায়েল করে নিজেদের ফায়দা হাসিলের অপচেষ্টা। লবিং গ্রুপিংয়ের কারণে নিজ দলের নেতা কর্মীদেরকে নব্য আওয়ামীগ বা জামায়াত বিএনপির এজেন্ট বানাতে ও সময় লাগে না তাদের। এমন ঘটনা এখন সোনামসজিদ স্থলবন্দরে প্রতিদিনের ঘটনা।
উল্লেখ্য যে, চলতি মাসের গত ৪ তারিখ এই সোনামসজিদে ৩০০ কোটি টাকার রাজস্ব ফাঁকির একটি প্রতিবেদন করা হয় দৈনিক কালের কন্ঠে।
তারপর থেকেই শুরু হয় তোলপাড়। আর সেই প্রতিবেদনকে ঘিরেই একটি পক্ষ সংবাদ সম্মেলন, মিটিং মিছিল করে অপর পক্ষকে নব্য আওয়ামীলীগ বা জামায়াত বিএনপির এজেন্ট বলে ঘায়েল করার চেষ্টা করে। অপরদিকে অন্য পক্ষের লোকজনের নিকট জানতে চাইলে তারা বলেন, বর্তমান কমিটিতে যারা রয়েছেন তারা বেশির ভাগ সদস্যই জামায়াত বিএনপি দলীয় লোক। আর এই জামায়াত বিএনপির লোকজন কমিটিতে আসার পর থেকেই রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। যার কারণ একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে জামায়াত বিএনপির লোকজন দিয়ে গঠিত কমিটির নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Flag Counter