Menu

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২০ জন মাদকসেবী ও বিক্রেতা আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা
কার্যালয় (ডিএনসি) ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্নস্থানে
মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮৫ পিচ ইয়াবা বড়ি, ২০ বোতল ফেন্সিডিল, ২০
গ্রাম গাঁজাসহ ২০ জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করা হয়।  এ সময় একটি
এ্যাপাচি বাইকও জব্দ করা হয়।  জানা যায়, পরিদর্শক মো. রায়হান আহমেদ খান
এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্নস্থানে
অভিযান চালিয়ে এ সব মাদকদ্রব্য, মাদকসেবী ও বিক্রেতাদের আটক করে।

আটককৃতরা গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা পাড়ার মৃত তহির বিশ্বাসের
ছেলে মো. মিঠু (৩৪), শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর গ্রামের মৃত
সেতাউরের ছেলে মো. এনামুল হক (৫০), একই গ্রামের মো. আব্দুর সাইমের ছেলে
মো. শামীম (২৭), কানসাট বিশ্বনাথপুর গ্রামের হুমাউন রেজার ছেলে মো.
কালুমুদ্দিন (৪৫), কানসাট কাঠগর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মো. আব্দুল
মতিন (৫০), সদর ‍উপজেলার আরামবাগ মহল্লার মো. শওকত আলীর ছেলে মো. তুহিন
(৪৫)।

আজাইপুর মহল্লার মৃত মিছু মিয়ার ছেলে মো. বুলু (৫০), ভাগ‌্যবানপুর
লাহাপাড়ার মৃত ছাতেমান মন্ডলের ছেলে মো. সেন্টু (৪৫), নয়াগোলা এলাকার মো.
কাইয়ুমের ছেলে মো. হজরত আলী (৩০), মসজিদপাড়া মহল্লার মৃত আব্দুল হাকিমের
ছেলে মো. বাবলু (৫৩), মহিপুর গ্রামের মো. জেম আলীর ছেলে মো. ইব্রাহিম
(৩০), তাহেরপুর গ্রামের কালু মন্ডলেল ছেলে মো. পিন্টু (৩৮),
নামোরাজারামপুর মহল্লার মৃত নওশাদ আলীর ছেলে মো.ফয়সাল (২৯), উপর
রাজারামপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৩২), শংকরবাটী
এলাকার মো. রেজাউল করিমের ছেলে মো. সুমন (৩০), শংকরবাটী কালিগঞ্জ মহল্লার
মো. রবিউল আলমের ছেলে মো. খোকন পারভেজ (৩০) একই মহল্লার মৃত হেলাল
উদ্দিনের ছেলে মো. রবিউল আলম (৫৪), বেলেপুকুর মহল্লার মো. সাইদুল হোসেনের
ছেলে মো. বিপুল (২১), বালুবাগান মহল্লার মো. নাসিমের ছেলে মো. তৌহিদ
(২২), পিটিআই বস্তির মো. সাগরের ছেলে মো. শাকিল (১৮)।

পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, আটককৃতদের ভেতর ১৮ জনকে ভ্রাম্যমান
আদালতের বিচারক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম‌্যাজিস্ট্রেট বিভিন্ন
মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণের নির্দেশ
দেন।  অপরদিকে দুজন মাদক বিক্রেতার বিরুদ্ধে শিবগঞ্জ ও সদর মডেল থানায়
পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।  জেলায় মাদকবিরোধী অভিযান
অব্যাহত থাকবে বলেও জানান পরিদর্শক রায়হান আহমেদ খান।

Flag Counter

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031