Menu

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অভিযানঃ১০ হাজার মিটার কারেন্ট জাল নষ্ট

ইলিশ মাছ আহরণ,বিক্রি ও হহস্তান্তর নিষেধাক্কার প্রথম দিনই মৎস বিভাগ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।
ইলিশ মাছ সংরক্ষণে মহানন্দা ও পদ্মা নদীতে এক বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় মহানন্দা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং কারেন্ট জাল ব্যবহারের দায়ে মংস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলে কে অর্থদ্বন্দ প্রদান করা হয়। এছাড়াও জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় জেলা মৎস কর্মকর্তা ড. আমিমুল এহসান সহ সংশ্রিস্টরা উপস্তিত ছিলেন।

Flag Counter

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031